এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
২০২২ সালে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবারের পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ পেয়েছেন ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ শামীম হাসান।
বৃহস্পতিবার ( ৫ ই জানুয়ারি) "ভালো কাজের পুরস্কার হিসেবে" 'পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ' / আইজি ব্যাজ অর্জন করেন মোঃ শামীম হাসান।
এর আগেও তিনি ফরিদপুরের সেরা উপ পরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেছিলেন জেলা পুলিশের কাছ থেকে।
ফরিদপুরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক মোঃ শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০২২ সালে ক্লূলেস ছিনতাই, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ১০ লক্ষ টাকা চুরি, একজন মৃত সরকারি কর্মকর্তার ২০ লক্ষ টাকা চুরির মামলার রহস্য উন্মোচন সহ নানা ঘটনার সুষ্ঠু তদন্তে ভূমিকা রাখায় তাকে এই আইজি ব্যাজ প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরের রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ রা জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকার প্রধান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।
২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিতে এই পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হলো।
সময় জার্নাল/এলআর