সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে রোগীর চাপ, অধিকাংশ রোগীই ছুটছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য। এ সুযোগে আইসিইউর ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বেশি রাখা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে এ চিত্র পুরোটাই ভিন্ন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ডিএনসিসি মার্কেটে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালগুলোর আইসিইউতে অতিরিক্ত কোনো খরচ হয় না। শুধু ভর্তি টিকেট বাবদ ১০ টাকাতেই মিলছে আইসিইউসহ বাকি সব চিকিৎসা।
এদিকে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া হাসপাতালগুলোর বিরুদ্ধে নিজেদের প্রয়োজনে করোনা আক্রান্ত নয় এমন রোগীকে আক্রান্ত বানানোরও অভিযোগ রয়েছে। এসব বন্ধে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে জোর দাবি জানান ভুক্তভোগীরা।
বিশেষজ্ঞরা বলছেন, অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় অযৌক্তিকভাবে উচ্চমাত্রায় চার্জ নিচ্ছে কিছু বেসরকারি হাসপাতাল। এমনটি হওয়ার কারণ, অক্সিজেনের জন্য কত টাকা ফি নেয়া যাবে সেই বিষয়ে সরকারি কোনো নীতিমালা না থাকা।
এ প্রসঙ্গে ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘করোনা চিকিৎসার নামে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এভাবে বড় আকারের বিল আদায়ের কথা শোনা যাচ্ছে। সরকারের উচিত হবে বিষয়গুলো দ্রুত অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেয়া। এভাবে চলতে থাকলে চিকিৎসা নিতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়বে।’
সরকারি হাসপাতালের আইসিইউ সেবা ও খরচ প্রসঙ্গে মহাখালীর ডিএনসিসি মার্কেটে নির্মিত ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে আমাদের ভুল ধারণা রয়েছে। কিন্তু সবচেয়ে ভালো ও বিশেষজ্ঞ সেবা একমাত্র সরকারি হাসপাতালেই পাওয়া যায়। সেইসঙ্গে খরচও কম।’
তিনি আরও বলেন, ‘আমরা খুবই উন্নত মানের এবং সর্বাধুনিক আইসিইউ তৈরি করেছি। আমাদের সরকারি সব হাসপাতালেই আইসিইউ ফ্রি।’
১০ টাকায় আইসিইউ সেবা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মানুষকে সেবা দেয়ার। এখানে ১০ টাকায় চিকিৎসা বলতে, যেকোনো রোগীকে হাসপাতালে ভর্তি হতে হলে ১০ টাকার একটি টিকিট কাটতে হয়। এটাই রোগীর খরচ। আইসিইউসহ যত ধরনের সেবা আমাদের রয়েছে, রোগীরা সব বিনামূল্যে পাবেন। আমরা চেষ্টা করছি, যেন এই ১০ টাকাতেই রোগীরা সব ধরনের সেবা হাসপাতাল থেকে নিতে পারেন। এর বাইরে রোগীকে যেন পয়সা খরচ করতে না হয়।’
সময় জার্নাল/আরইউ