জাবি প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি আদালত কতৃর্ক ক্রোকের আদেশের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরাম।
শুক্রবার (৬ জানুয়ারি) জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছান ও সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ শামছুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ২০০৭ সালে ১/১১ এর জরুরি সরকারের সময় তারেক রহমান ও ডা: জেবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করা মামলায় দীর্ঘদিন পর আদালত তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে। আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফার রূপরেখা প্রকাশিত হওয়ার পরপরই দেশে যে গণজাগরন সৃষ্টি হয়েছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই সরকার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রতিহিংসার বশবর্তী হয়ে এ ধরনের আদেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানায়।
এমআই