শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

রোববার, জানুয়ারী ৮, ২০২৩
দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরে হাড়কাঁপানো ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতের কারণে মানুষের পাশাপাশি গরু-ছাগল, কুকুর, বিড়ালসহ অন্যান্য পশুপাখিরাও কাহিল হয়ে পড়েছে। রবিবার (৮ জানুয়ারী-২০২৩) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। গত ৩ জানুয়ারী থেকে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে  যাওয়া মৃদু শৈত্য প্রবাহের কারণে এই জনপদের মানুষজন ও পশুপাখিরা কাবু হয়ে পড়েছে। হিমেল হাওয়ার কারণে শীতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো। শীতের কারণে ও গরম কাপড়ের অভাবে তারা বাইরে কাজে যেতে পারছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা অতি কষ্টে জীবিকা নির্বাহ করছেন।


গত ৫/৬ দিন থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকছে রাস্তাঘাট। ফলে দিনের বেলায়ো যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। গত ৫/৬ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব কম সময়েই সূর্যের দেখা মিলেছে। দুপুরের দিকে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ক্ষনিকে তা আবার হারিয়ে গেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গোটা দিনাজপুর কুয়াশার চাদরে ঢেকে যায়। সন্ধ্যার পরে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। সন্ধ্যার পর পর অধিকাংশ দোকানী দোকান বন্ধ করে ঘরে চলে যায়।


এদিকে তীব্র শীতের কারণে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর জেনারেল হাসপাতালে শীতজণিত রোগির সংখ্যা বেড়েছে। এই দুইটি হাসপাতাল ছাড়াও জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও শীতজণিত আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। ফলে এসব হাসপতালে চিকিৎসাসেবা দিতে হিমসিম খেতে হচ্ছে  চিকিৎসক ও নার্সদেরকে।


অপরদিকে জেলার ছিন্নমূল ও গরিব-অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ব্যাংকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে কয়েক হাজার পিচ কম্বল বিতরণ করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ৮০ হাজার পিচ কম্বল গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আরো ৭০ হাজার পিচ কম্বল চেয়ে দু্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনাণয়ে জরুরীবার্তা পাঠানো হয়েছে।


দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, আজ ৮ জানুয়ারী রবিবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো ২/১ দিন থাকতে পারে বলে জানান তিনি।উল্লেখ্য, এই প্রতিবেদনটি লেখার শেষ সময় বেলা  ১১টা ২৫ মিনিটের সময় দিনাজপুরের আকাশে সূর্যের দেখা মিলেনি।


এসএম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল