সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘদিন ধরে শূন্য থাকা ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।
অন্যদিকে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান সাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা ৭ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্বপালনে তাদেরকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
জানা যায়, দীর্ঘ ৭ মাস ধরে শূন্য ছিল আইআইইআর এর পরিচালকের পদটি। এতে ক্লাস শেষ হলেও আটকে ছিল বিএড, এমএড ও লাইব্রেরী সায়েন্স এর পরীক্ষা। এছাড়াও তৈরি হয়েছে নানা সমস্যা ও সংকটের। নতুন পরিচালক নিয়োগে সংকট কাটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে নিয়োগের বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। তিনি বলেন, 'এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কিছুই জানায়নি। আমাকে অবগত না করেই দায়িত্ব দেওয়া হয়েছে। মনে হয় আমি এ দায়িত্ব নিবো না।'
সময় জার্নাল/এলআর