শিরোনাম
নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি:
বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমবঞ্চিত সংঘের কাতারে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এক সমাবেশে বঞ্চিত সংঘের সদস্যদের সাথে ফুলের মালা গলাতে দিয়ে ছবি তুলতে দেখা গেছে তাকে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘আমি সকালে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা প্রদক্ষিন করছিলাম। এমন সময় দেখি ছেলেরা একটা ব্যানার নিয়ে বিক্ষভ-মিছিল করছে। আমি তাদেরকে বিক্ষোভ-মিছিল যে নিষিদ্ধ তা জানাতে গেলে কয়েকজন ছেলে এসে মাস্ক পরিয়ে দেয়। এরপর গলায় মালা দিয়ে ছবি উঠিয়েছে। কিন্তু আমি তাদের সাথে সংহতি প্রকাশ করিনি।’
এর আগে গতকাল (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে সকল প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আজ (১৪ ফেব্রুয়ারি) প্রশাসনের আদেশ অমান্য করে বিক্ষোভ-মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘ।