সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইবি শিক্ষক সমিতি। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে পুষ্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা জানান সংগঠনটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
এসময় সংগঠনটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারের নেতৃত্বে সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদসহ নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নেন তারা। এছাড়াও শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইবি শিক্ষক সমিতির ২০২২ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন পৃথকভাবে সাধারণ সম্পাদক পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল (জাহাঙ্গীর-তপন প্যানেল) সবগুলো পদে নির্বাচিত হয়।
সময় জার্নাল/এলআর