এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে মোরেলগঞ্জে নাজমিন আক্তার নামের এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী বখাটের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার সহপাঠিরা। মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জের সিংজোড় গোপালপুর সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে নাজমিন আক্তারের সহপাঠি, শিক্ষক ও বাবা-মাসহ স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, নাজমিন আক্তারের আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটে মেহেদি শেখ এর দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবী জানান। উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় বিভিন্ন ভাবে গোপালপুর সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেনীর শিক্ষার্থী নাজমিন আক্তারকে উত্যাক্ত করতো একই এলাকার বখাটে শেখ মেহেদী।
উত্যাক্তের প্রতিবাদে গত ২ জানুয়ারী বিষপানে আত্মহত্যা করে নাজমিন আক্তার। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনাকারী হিসাবে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে মেহেদী শেখকে।
সময় জার্নাল/এলআর