আলী আজীম, মোংলা (বাগেরহাট):
বাংলাদেশ তথা বিশ্বের সবচেয়ে ম্যানগ্রোভ বন সুন্দরবন ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হ্যাস ও তার সঙ্গিরা।
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের দায়িত্বে কর্তব্যরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত রবিবার (৮ জানুয়ারি) আমেরিকার রাষ্ট্রদূত পিটার হ্যাস আমেরিকান হাই কমিশনে কর্মরত ৪ আমেরিকান ও কয়েকজন বাঙালি কর্মকর্তা খুলনা থেকে লঞ্চযোগে সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্রে আসেন।
সেখান থেকে তারা নিকটবর্তী কচিখালি পর্যটন কেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে তারা লঞ্চে রবিবার ও সোমবার অবস্থান করেন। রাতর কটকা থেকে রওনা হয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭ টায় করমজল পর্যটন ও বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে এসে পৌছান। দেড় ঘন্টা তিনি ও তার সফর সঙ্গিরা করমজল পর্যটন ও বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে অবস্থান করেছিলেন।
অবস্থান কালীন ময়ে করমজলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সেখানকার বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখান। তার ভাষ্যমতে, পিটার হ্যাস ও তার সফর সঙ্গিরা খুবই আনন্দিত সুন্দরবন ভ্রমনে এসে। তিনি আরো বলেন, তাদের আগমনের কোন খবর তিনি আগে পাননি।
সময় জার্নাল/এলআর