বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
রামু প্রতিনিধি :
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের তরুণ আলেমেদ্বীন মাওলানা আতাউল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১০জানুয়ারি) বেলা ১২ টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি পূর্ব কাউয়ারখোপ ভিলিজার পাড়ার বাসিন্দা মাওলানা নুরুল হকের বড় ছেলে। ইন্তেকালের সময় বয়সকাল ছিল ৩৯ বছর। তিনি পিতা, চার শিশু সন্তান (দুই ছেলে, দুই মেয়ে) সহ বহু গুণগ্রাহী রেখে যান। গত ৭ জানুয়ারি (শনিবার) তাঁর মমতাময়ী মা-ও ইন্তেকাল করেন। তিনি নিজেই মরহুমা মায়ের নামাযে জানাযায় ইমামতি করেন। মায়ের ইন্তেকালের দুই দিন পরই আজ বড় ছেলে, সদালাপী, সজ্জন এ তরুণ আলেমেদ্বীনের আকস্মিক ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। ছোট ভাই মাওলানা রহমত উল্লাহর ইমামতিতে নামাযে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। এ নামাযে জানাযায় বিশিষ্ট আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ উল্লেখযোগ্য সংখ্যক শোকার্ত তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে শরীক হন।
এদিকে তরুণ আলেমেদ্বীন মাওলানা আতাউল্লাহর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, তরুণ আলেমেদ্বীন মাওলানা আতাউল্লাহ একজন ঈমানদীপ্ত সচেতন আলেমেদ্বীন ছিলেন। তাঁর সদালাপচারিতা, বিনয়, ভদ্রতা অত্যন্ত প্রশংসনীয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সময় জার্নাল/আইপি