বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
সাইফুল ইসলাম রুদ্র, জেলা প্রতিনিধি:
নরসিংদী মামলা হামলার শিকার শিবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশে রয়েছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
মঙ্গলবার (১০ জানুয়ারী) শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী জামিনে মুক্তি পেলে জেলা কারাগার গেইটে তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর তাদের বরণের সময় শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপির সিনিযর যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সাবেক ছাত্র নেতা নুরল আমিন রিকাবদার জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী মনজুর এলাহী বলেন, মিথ্যা মামলা হামলা করে কাউকে দাবিয়ে রাখতে পারবে না, আমাদের দলীয় নেতাকর্মীর পাশে আমি ছিলাম, সব সময় থাকবো। আইনী লডাই করতে যখন যা লাগছে, আমি দিচ্ছি, ভবিষ্যতেও আমি দিব ইনশাআল্লাহ ।
সময় জার্নাল/আইপি