বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির পূর্বঘোষিত গণ-অবস্থান কর্মসূচি সারাদেশে সকাল ১১টায় শুরু হবে। কর্মসূচি শেষ হবে বেলা ৩টায়। এই কর্মসূচিতে দলের ১২ শীর্ষ নেতা দায়িত্ব পেয়েছেন।
বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশের ১০টি শহরে গণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি। এর মধ্যে ঢাকাসহ ৮ বিভাগীয় শহর আছে। এ ছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ গণ অবস্থান কর্মসূচি হবে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত। ঢাকায় গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
ঢাকার কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।
সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এবং ফরিদপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান গণ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
সময় জার্নার/এলআর