বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের ঢেপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দেড় বয়সী শিশু জান্নাতির পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। হাসপাতালে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সময় জার্নার/এলআর