বুধবার, জানুয়ারী ১১, ২০২৩
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আলু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার ( ১১ জানুয়ারি) সকালের দিকে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোরামারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রলির হেলপাড়ের নাম লুৎফর রহমান (৪৫)। তিনি উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালের দিকে রাজারহাট- তিস্তা সড়কের ঘোরামারা ব্রীজ এলাকায় আলু বোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হাড়িয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহীল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ট্ররির একজন হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতরা রংপুর ও কুড়িগ্রামে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই