জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় শুক্রবার রাত ৯টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৩ মুসল্লির। এখন পর্যন্ত প্রথম দুই দিনে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন- খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের।
মাওলানা মোহাম্মদ শাকের বলেন, শুক্রবার রাত ৯টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে মৃতদের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লির মৃত্যু হয়।
এমআই