এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্ত, ছিন্নমূল ও নদী ভাঙন কবলিত ৭ শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ও দিবাগত গভীর রাতে শহরের মুন্সিবাজার বেদে পল্লী, পদ্মা নদী ভাঙন কবলিত ডিক্রিরচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা, ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল নতুন বাসস্ট্যান্ড ও রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
ফরিদপুরের পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী নাসরিন সুলতানার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ওসি এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ডিবির ওসি মামুনুর রশিদ।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআই