সর্বশেষ সংবাদ
বিনোদন ডেস্ক:
রাজশাহী শহরে এক সময় ছয়টি সিনেমা হল থাকলেও একে একে সবই বন্ধ হয়ে যায়।চার বছর বিভাগীয় এ শহরে কোনো সিনেমা হলই ছিল না। অবশেষে সিনেমাপ্রেমীদের সেই আক্ষেপ দূর হলো । তারা এখন সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের একটি শাখার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আমি তথ্য ও সিনেমার মন্ত্রী। কোথাও সিনেমা হল চালু হলে ভালো লাগে। আমাদের চলচ্চিত্রশিল্প আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ এখানে একটি সিনেপ্লেক্স করে দিয়েছে বলে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, দেশে মোট ১০০টি সিনেপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে তার । ইতোমধ্যে ১৭টি চূড়ান্ত হয়েছে। তিনি মনে করেন, যত বেশি জায়গায় সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করা যাবে, তত দ্রুত সিনেমায় লগ্নি করা অর্থ উঠে আসবে। তখন দ্রুতই দেশের চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে। অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।
অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, রাজশাহীতে সিনেমা হল ছিল না, সেই জায়গায় সিনেপ্লেক্স হলো। এটা সিনেমার জন্য অত্যন্ত ভালো ব্যাপার। আমাদের চলচ্চিত্রশিল্পীদের জন্যও ভালো খবর পরে স্টার সিনেপ্লেক্সের পর্দায় হলিউডের থি ডি সিনেমা অ্যাভাটার -২ প্রদর্শন করা হয়। অতিথিরা তা উপভোগ করেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন দুপুর ও বিকাল দুই শিফটে টুডি ও থ্রিডি সিস্টেমে সিনেমা দেখার সুযোগ থাকছে এখানে। সকাল শিফটে টুডি টিকিটের দাম ২৫০ টাকা। বিকালে থ্রিডি টিকিটের দাম ৩০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক, রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক ( ডিআইজি) আবদুল বাতেনসহ স্টার সিনেপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ দর্শকরা।
আইপি
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল