সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আইইউমুনা) আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ র্যালি শুরু হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে হয়ে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে সংগঠনটির উপদেষ্টা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল, সভাপতি রাসেল মুরাদ, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সাইমন, ডিরেক্টর অব ফাইনান্স নাজমুস সাকিব, ডিরেক্টর অব ব্রান্ডিং এন্ড প্রমোশন আহমেদ জুবায়ের ও ডিরেক্টর অব মিডিয়া এন্ড ডডকুমেন্টেশন আয়েশা বিনতে রাশেদ তিথিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে ইবি ছায়া জাতিসংঘ সংস্থার পথচলা শুরু হয়। ছায়া জাতিসংঘ হলো মূল জাতিসংঘের সাধারণ পরিষদের অাদলে একদল শিক্ষার্থী নিয়ে গঠিত সংগঠন । যার কাজ হলো প্রতিনিধি হিসেবে দেশের পক্ষে দাবি জাতিসংঘের সামনে তুলে ধরা।
এমআই