আব্দুল কাইয়ুম, সাভার:
সাভারের আশুলিয়ায় ১ হাজার ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো.আব্দুর রহমান (৩৬) তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মুন্সীকান্দি এলাকার মো. আবুল কালামের ছেলে, মো. শাকিল (২৩) তিনি কুমিল্লা জেলার বুরিচং উপজেলার লরিবাগ এলাকার আব্দুল কাদেরের ছেলে। (২৩) মো. শাজাহান মিয়া (৩৮) তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শ্যামপুর এলাকার মৃত বাসদ আলীর ছেলে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডেন্ডাবর উত্তরপাড়া এলাকার শাপলা মসজিদের সামনে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে এক হাজার ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমআই