শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অমানুষ

রোববার, এপ্রিল ২৫, ২০২১
অমানুষ

রিয়াদ আহসান : 

আমি তোমাদের মতো মানুষ হয়ে উঠতে পারিনি। আমি মানুষ নই। তবে ভেবোনা আমি নিজেকে মহামানব ভাবছি। না আমি তা নই। তা না হওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি অমানুষ। আমার গর্ব হয় আমি অমানুষ। আমার খুব শান্তি অনুভব হয় আমি তোমাদের মতো মানুষ নই। অন্যের কষ্টে আমি ব্যাথিত হই। আমার খুব ব্যাথা অনুভব হয়। অন্যের কষ্ট দেখে তোমাদের মতো পৈশাচিক আনন্দ চিৎকার দিতে পারিনা আমি।

চীনের উঁইঘুরে মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের খবর আমাকে ভয়াবহভাবে ব্যাথিত করে। টিভি শিরোনামে, News Portal এ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন জানতে পারি একটি হিংস্র বুলেট অবুঝ শিশুর বুক ফুঁড়ে বের হয়ে গেছে, খুব ব্যাথিত হই। আমার খুব কষ্ট হয়। অস্ট্রেলিয়া কিংবা আমাজনে প্রকৃতি যখন নির্মমভাবে পুড়িয়ে মারে নিরীহ প্রাণীদের, যা আসলে প্রকৃতির নিয়মেই হয়ত, তবু আমি ব্যাথিত হই। ঢাকার শহরে শুয়ে থাকা কুকুরগুলোকে তোমরা সয়ে থাকতে পারোনা। বিষ দিয়ে মারো, আমি তখন ব্যাথিত হই

শ্রমিকের বুকে যখন গুলি চলে। রাষ্ট্রের চাকা নির্দ্বিধায় চললেও রিকশাচালকের চাকা যখন উলটে দাও, তখন খুব ব্যাথিত হই। অসহায় মানুষগুলো বাচ্চাছেলের মত কান্না করে, ঘরে খাবার নেই, তখন খুব কষ্ট হয়। রাষ্ট্র, তুমি মেকি মিথ্যা জিনিস।

 মিয়ানমারে মানুষ পুড়িয়ে উল্লাস করে মানুষ, যা আমাকে অশ্রুসিক্ত করে তোলে। যখন শুনি দেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও জানমাল ছিনতাই হচ্ছে, যখন শুনি ভারতে মুসলিম যুবককে পিটিয়ে মারছে সংখ্যাগুরুর দল, যখন শুনি ইয়েমেনে মুসলমান স্বজাতিকে মারছে নির্দ্বিধায়, যখন শুনি সন্ত্রাস জঙ্গীদের আগ্রাসনে প্রাণ হারায় শিশু থেকে বৃদ্ধ, যখন তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ধারাবাহিক যুদ্ধ বাধিয়ে মানুষ মেরে একাকার করো, হিরোশিমা বা নাগাসাকিতে বোমা দিয়ে হাজার হাজার মানুষকে মারার খেলায় মাতো, তখন খুব বেশি ব্যাথিত হই। খুব শাস্তি দিতে ইচ্ছে করে। শাস্তি দিতেও আমার কষ্ট হবে। তোমাদের চোখে যারা শয়তান, সেসব শয়তানকে ধ্বংস করার যে নিষ্ঠুর আনন্দ তোমরা পাবে, আমি আমার চোখে শয়তানদের শাস্তি দিতে তা পাবো না। কারণ আমি তোমাদের মতো মানুষ নই।

তুমি, তোমার সাথে আমার দ্বিমত। তোমাকে আমি চিনি না। কখনো দেখিনি। তবে তোমার বা তোমাদের কষ্ট, অসুখ আমায় কষ্ট দেয়।

আমি তোমাদের মতো অতি ধার্মিক নই তাই অন্য ধর্মাবলম্বীর প্রতি ঘৃণা করতে পারিনা। আমি তোমাদের মতো অতি ধার্মিক নই তাই আমার চোখে আমি সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখি।

আমি তোমাদের মতো অতি ধার্মিক নই বলেই ধর্মকে পুঁজি করে ক্ষমতা অধিকার করতে চাইনা।

তোমাদের মতো মানুষ না হতে পেরেই ক্ষমতা খাটানো এই পৃথিবী আমার কাছে গন্ধ পঁচা ধ্বংসস্তূপ। মরে পঁচে আসে সেখানে সকল মানবিকতা, মনুষ্যত্ব, যা কিছু সত্য। তোমাদের প্রতিষ্ঠিত পাহাড়সম মিথ্যাদের ভীড়ে সত্য যা কিছু তা তোমরা ঢেকে দিয়েছো। আমি তোমাদের দলের নই। আমি মানুষ নই। আমি খুব সন্তুষ্ট, আমি মানুষ নই।

লেখক: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। 

সময় জার্নাল/




Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল