মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী-২০২৩) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দিনাজপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযুদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান বাদশা, মোঃ আমিনুল ইসলাম মুন্নাসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআই