এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
সারা দেশেই বইছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। শীতে অসহায় সাধারণ মানুষের দিন পার হচ্ছে কষ্টে। আর এ সময়ে বিপাকে পড়া অসহায়, ছিন্নমূল মানুষের পাশে মানবতার হাত বাড়ালেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাজাহান ( বিপিএম)। এই তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে হাসি ফুটেছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মুখে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাইবালিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে এসকল কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোঃ শাজাহান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তীব্র শীতে খোলা জায়গায় রাত কাটানো গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজে কম্বল জড়িয়ে দেন এবং আশ্রায়নের সকলের খোঁজ - খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খান ।
সময় জার্নাল/এলআর