বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানী কিয়েভের কাছাকাছি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি। কিয়েভের কাছাকাছি ব্রোভারি শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ডেনিসসহ মোট ১৬ জন নিহত হয়েছেন।
নিহতের মধ্যে দুই শিশুও রয়েছে। ইউক্রেন ন্যাশনাল পুলিশের প্রধান ইগোর ক্লিমেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৯ জন হেলিকপ্টারের যাত্রী ছিলেন। এছাড়া এই ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ শিশু রয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হেলিকপ্টারটি ব্রোভারির একটি কিন্ডারগার্ডেনের কাছে বিধ্বস্ত হয়েছে। শহরটির বাসিন্দা এক লাখ ১০ হাজারের বেশি এবং কিয়েভ থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত।
স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে নিহত হয়েছেন। ঠিক কি কারণে হেলিকপ্টারটি ক্রাশ করেছে তার কারণ অনুসন্ধান করছে কিয়েভ।
সময় জার্নাল/এলআর