বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩
তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন তিতুমীর নাট্যদলের পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সংগঠনটি ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।
পরিচালনা পরিষদে ফের সভাপতি র্নিবাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের (১৭-১৮ সেশনের) শিক্ষার্থী ওয়ালিউল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের (১৬-১৭ সেশনের) সাদিয়া রুম্মান।
এছাড়া পরিচালনা পরিষদে সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সানি দেবনাথ, দপ্তর সম্পাদক মো: আতিকুর রহমান, অর্থ সম্পাদক-রুবাইয়াত ফেরদৌস মিমু, তথ্য ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মৃন্ময়, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক মিনা মাহভীন এবং প্রকাশনা সম্পাদক মোঃ রমজান।
নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সাদিয়া রুম্মান বলেন, আমি দীর্ঘ দিন এই দলের সাথে আছি, এইটা আমার পরিবার। আমি আগেও পরিবারের সকল এর সাথে ছিলাম সামনেও থাকবো এবং আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি, আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। পাশাপাশি যারা কমিটিতে আছে তাদেরকেও আমার শুভেচ্ছা রইলো। সর্বোপরি যারা বিভিন্নভাবে দলের সাথে আছেন এবং তিতুমীর নাট্যদলকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইলো।
'সকলকে একসাথে নিয়ে, পা ফেলুক বিশ্বমঞ্চে ভালোবাসার নাট্যদল, তিতুমীর কলেজ নাট্যদল'।
এমআই