নিজস্ব প্রতিবেদক:
মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
বৃহস্পতিবার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মীর এরশাদ আলী মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসার স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ মুসা ২০২১ সালের ২৬ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পান।
প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ করা হলো। আর নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ করা হলো।