সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় বি এম এস ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে ফাহিম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ফাহিম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট ছাত্রাবাস সূত্রে জানা যায়, ফাহিম ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে এসেছিলেন। তিনি সন্ধ্যার দিকে পাঁচ তলা বিশিষ্ট ওই ছাত্রাবাসের ছাদে গিয়েছিলেন। এসময় কানে হেডফোন লাগিয়ে ফোনে কথা বলতে বলতে একপর্যায়ে অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে যান। পড়ে গিয়ে সরাসরি মাটিতে না পড়ে ভবন সংলগ্ন গাছের ডালে আঘাত পেয়ে নিচে ঝোপের মধ্যে পড়েন। গুরুতর আহত অবস্থায় ফাহিম তার পরিচিত ছাত্রাবাসে অবস্থান করা ভাইদের কাছে ফোন দিয়ে দূর্ঘটনার বিষয়ে জানান।
পরে ওই ছাত্রাবাসের নিরাপত্তাকর্মী এবং সেখানে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, সরাসরি গাছের ডালে পড়ায় তার বাম পাশে পাঁজরের ২টা হাড় ভেঙে যায় এবং গভীর ক্ষত সৃষ্টি হয়৷ তাই রাতেই ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ফাহিমের বাসা কিশোরগঞ্জ জেলায়।
সময় জার্নাল/এলআর