মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ: নিহত ৩

রোববার, জানুয়ারী ২২, ২০২৩
ফরিদপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ: নিহত ৩

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মেয়ে রয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।

নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন- নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল