বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সবাই শিক্ষার্থী৷ পড়াশোনার খরচ থেকে কিছু টাকা বাচিঁয়ে তারা শীতবস্ত্র কিনেন। তারা তা বিতরণে গভীর রাতে সড়কে সড়কে সুবিধাবঞ্চিতদের কাছে যাচ্ছেন।
সাব্বির হাসান রাহুল, ইমাম হাসান শুভ, সাজিন আহম্মেদ, সাখাওাত সাকিব, ইস্তিয়াক আহম্মেদ সরকারি তিতুমীর কলেজের অনার্স পড়ুয়া৷ এই পাঁচ সহপাঠী মিলে নিজস্ব উদ্যোগে তারা শীতবস্ত্র হিসেবে কম্বল, চাদর ও মোটা কাপড় বিতরণ করেন শতাধিক মানুষের মাঝে।
গেল কয়েক রাত ধরে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা, মহাখালী রেলগেইট, বাসট্যান্ড, ওয়ারলেস গেইট ঘুরে এ কার্যক্রম চালান। তাদের মধ্যে সাব্বির হাসান জানান, তাদের উদ্দেশ্য প্রত্যেক বছর শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে যতোটুকু সম্ভব মানুষের সেবা করে যাওয়া। এই বছর থেকে তারা এ উদ্যোগ নিয়েছেন৷ এটা ধরে রাখতে চান৷
এমআই