বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩
সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
এম.ফিল প্রোগ্রামকে পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরের শর্ত পূরণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মো. নাছির উদ্দিনের (আযহারী) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোছাঃ সৈয়দা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম নুরুল ইসলাম ও গবেষণা সহ-তত্ত্বাবধায়ক আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব ও ড. মো. আমজাদ হোসেন।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল প্রমুখ।
প্রসঙ্গত, উক্ত সেমিনারে গবেষক হিসেবে ছিলেন মো. কামরুল ইসলাম। তিনি 'সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে প্রবেশন: বাংলাদেশের বিদ্যমান আইন ও বাস্তবতা' বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
সময় জার্নাল/এলআর