বুধবার, জানুয়ারী ২৫, ২০২৩
সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় শিক্ষার্থীরা। আন্তঃবিভাগ খেলা চালুসহ ৫ দফা দাবিতে বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টায় প্রধান ফটকে তালা দিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা।
এতে আটকে পড়ে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ গামী শিক্ষক-শিক্ষার্থীদের বাসগুলো। ফলে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী।
জানা যায়, দাবি আদায়ে সকালে শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেলের সাথে আলোচনায় বসেন খেলোয়াড়রা। আলোচনায় তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস না দিলে শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ফটকে তালা দেন তারা।
পরে দুপুর দুইটায় ২০/২৫ জন শিক্ষার্থী একই দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধা ঘন্টা পর প্রক্টরিয়াল বডির আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ টুর্নামেন্ট চালু করতে হবে, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার সকল ইভেন্টে দল পাঠাতে হবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খেলা গুলো চালু রাখতে হবে, বাৎসরিক খেলার সূচি তৈরী করতে হবে এবং খেলাধুলা বাবদ শিক্ষার্থীদের দেয়া টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে আলাদা করে শারীরিক শিক্ষা বিভাগে জমা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ফুটবল, ক্রিকেটসহ কোন আন্তঃবিভাগ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে না। অথচ প্রতি বছর আমরা খেলাধুলা বাবদ ১৬০ টাকা করে দিয়ে থাকি। এ টাকাগুলো কোথায় যাচ্ছে। এছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোতে দল পাঠাতেও শারীরিক শিক্ষা বিভাগের অনীহা। আন্দোলন করে আমাদের টুর্নামেন্টে অংশ নিতে হয়। আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য বারবার আন্দোলন করতে হচ্ছে।
এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সোহেল বলেন, ‘আমরা আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য বিভাগগুলোর সভাপতিদের চিঠি দিয়েছি। অন্য দাবি গুলো নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের সাথে আলোচনা করবো। আশাকরি শনিবারের মধ্যে বিষয়টি সমাধান করতে পারবো।’
সময় জার্নাল/এলআর