সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক-ভি ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কারিগরি কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি জানান, জরুরি ব্যবহারের জন্য রাশিয়ার এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনটি ইভ্যালুয়েশন করেছে আমাদের টেকনিক্যাল কমিটি। এটি ৯১ শতাংশ কার্যকর।
এটি দেশে নিয়ে আসা প্রসঙ্গে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, সরকার টু সরকার (জি-টু-জি) এই ভ্যাকসিন আমদানির বিষয়ে আলাপ-আলোচনা হবে। সরকার আলোচনা করে দাম নির্ধারণ করবে।
ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিনটিরও দুই ডোজ নিতে হবে প্রত্যেককে। তবে এ ক্ষেত্রে প্রথম ডোজের ২১ দিন পরে দ্বিতীয় ডোজ নিতে হবে। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণ করা যায়।
অপর এক প্রশ্নে জবাবে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই এই ভ্যাকসিন দেশে আসবে।
সময় জার্নাল/এসএ