আবুল কালাম ডিআইইউ প্রতিনিধি:
প্রতিবারের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় এ পূজার আয়োজন।
সকাল থেকে পূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই পূজা দেখতে ভিড় করেছে দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস সাঁতারকুল। পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এ আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে উপভোগ করেছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।
এ দিকে, দুপুর ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হয় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী এবং সার্বিক সহযোগিতায় স্বরুপ, সবুজ, অন্তর, শান্তসহ আরও অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পূজোর উদযাপনের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
/আইপি