এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রাম ও মুচকুরনীসহ কয়েকটি গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় চলা সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ( ২৬ শে জানুয়ারী) দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসষ্টান্ড এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিক্ষুব্ধ জনতা পরিষদ সংলগ্ন এলাকার যাতায়াতের একমাত্র ‘‘ভীমেরকান্দা’’ নামক সেতুর ঢালে এবং আশপাশের রাস্তার ইট উপড়ে ফেলাসহ হামিরদী ইউ,পি ভবনে ব্যাপক ভাংচুর চালায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুনসুরাবাদ ও মুচকুরনী গ্রামবাসীর মধ্যে পুরনো একটি বিবাদের আপোষ মীমাংসার জন্য ইউ,পি ভবনে সালিশ বৈঠক চলচিল। এসময় তুচ্ছ বিষয়ে দু,পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে উভয় দলের লোকজন উত্তেজিত হয়ে একে অপরের উপর হামলা চালায়।
এ ঘটনায় মুচকুরনী গ্রামবাসীর পক্ষে ৫/৭ টি গ্রামের লোকজন এবং মুনসুরাবাদ গ্রামবাসীর পক্ষে ৩/৪টি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিবাদমান পক্ষের লোকজন লাঠিসোটা,ঢাল,সরকি,রামদা সহ প্রভৃতি দেশীয় অস্ত্রসস্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে ফরিদপুরের ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে ।
সময় জার্নাল/এলআর