সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের অবাধ অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)
স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে প্রধান পুরোহিত কর্তৃক প্রতিমা স্থাপন ও দেবী অর্চনার মধ্য দিয়ে পূজা শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পূজামন্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলী প্রদান শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মালোচনা অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। ধর্মালোচক হিসেবে ছিলেন গৌরাঙ্গ সংঘ বাংলাদেশের সভাপতি শ্রী বিকাশ চন্দ্র বসু এবং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা দেবী স্বরস্বতীর জন্ম ও জীবনাদর্শ এবং বিভিন্ন গুন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা আমাদের জিহ্বার মাধ্যমে দেবী স্বরস্বতীকে পূজা করে থাকি। আমরা ভালো কথার মাধ্যমে পুণ্য অর্জন করি এবং খারাপ কথার মাধ্যমে পাপ অর্জন করি। এছাড়াও তারা তাদের বিদ্যার দেবী স্বরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করেন।
পরে ধর্মালোচনা শেষে দুপুর আড়াইটায় প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শেষ হয়।
এমআই