অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে সেলিম আল দীন রচিত নাটক 'নিমজ্জন' মঞ্চায়িত হবে। বিভাগটির দ্বিতীয় আবর্তনের স্নাতকোত্তর পর্যায়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরীক্ষা প্রযোজনা হিসেবে এ উদ্যোগটি নেয়া হয়েছে।
আগামীকাল (৩০ জানুরারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে নাটকটি মঞ্চায়িত হবে। প্রযোজনাটির সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় সংযুক্ত রয়েছেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস শাহরিয়ার কবি।
আগন্তুক চরিত্রে মাজেদ আহমেদ ও সাদ্দাম হোসেন, ভিক্ষুক চরিত্রে মাহাবুবুর রহমান, চাবিওয়ালা চরিত্রে মো. এনামুল হাসান কাওছার, গেস্ট হাউজের মালিক ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক (আগন্তুকের বন্ধু) চরিত্রে মো. ইমরান হোসেন, কবি চরিত্রে সাজ্জাত হোসেন, সাহিত্যের অধ্যাপক চরিত্রে ইমরান হাবীব, ইকোলোজিস্ট চরিত্রে হাফসা ফারিহা উর্মী, ইন্টোরেগেশন অফিসার হিসেবে তাকরিম এবং যুবক চরিত্রে অভিনয় করবেন শান্ত। কোরিওগ্রাফি দলে আছেন- নিশা, বাবলু, মিম, অনামিকা, কর্ণা, অনন্যা, সোমালি, মুস্তাকিন, মুগ্ধ। আবহ সঙ্গীতে থাকবেন- শৈলী, খুশি, শোভন, নওমী, হিয়া, পলক, নিশা ও রিয়াজ। দ্রব্যসামগ্রী প্রয়োগে নিযুক্ত থাকবেন- সাজ্জাত, অনামিকা, সোমালি, কর্ণা, শান্ত, উর্মী, ইমন। পোশাক পরিকল্পনা সহযোগী হিসেবে- উর্মী, মাহবুব ও সাদ্দাম। মুখোশ নির্মাণে- জেরিন চাকমা ও মীম নিয়োজিত। পাণ্ডুলিপি সম্পাদনায় আছেন কাওছার। প্রচার ও প্রকাশনায় আছেন- ইমন ও কাওছার। সেট নির্মাণ ও প্রয়োগে থাকবেন- রঞ্জন, মাহবুব, নোভা, তামান্না, শ্রাবন্তী, অভিজিত, ইয়াছিন, ফিজা, কাকন, আনোয়ার ও ব্রতী। ফ্লোর ম্যানেজারের দায়িত্বে আছেন- মাহাবুবুর রহমানও সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, নাট্য প্রযোজনা “নিমজ্জন” এর প্রথম প্রদর্শনী সন্ধ্যা ৬ ঘটিকায় এবং ২য় প্রদর্শনী রাত ৮ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে প্রদর্শিত হবে।
এমআই