বুধবার, ফেব্রুয়ারী ১, ২০২৩
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পরিচিতি অনুষ্ঠান এবং বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে।
৩১ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাইয়ুম হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফরিদ উদ্দিন।
সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, তাসরিফা আক্তার, সাকিয়ারা আক্তার, হায়াতুল্লাহ পাঠান, সোহাগ মিয়া; অর্থ সম্পাদক রুবেল মিয়া, প্রচার সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষিত ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এ ময়মনসিংহের কৃতি তিন শিক্ষার্থী স্হান লাভ করেছে। তারা হলেন বাংলা বিভাগের লুবনা জাহান লিভা, সুমন আহমেদ রাহাত; আইসিটি বিভাগের মো:সোহাগ মিয়া। এছাড়াও সংগঠনের ১৬তম নবীন সদস্যদের পরিচিতি পর্ব এবং বারবিকিউ পার্টি ছিলো উক্ত অনুষ্ঠানের বিশেষ সংযোজন।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত ময়মনসিংহের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছি। আশাকরি এর মাধ্যমে সংগঠনের বাকি সদস্যরা অনুপ্রাণিত হয়ে পড়াশোনায় আরো বেশি মনযোগী হবে। সকলের সহযোগিতায় ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে প্রিয় সংগঠন সেই প্রত্যাশা থাকবে। আর নতুন যারা সংগঠনে যুক্ত হয়েছে তাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে।
এমআই