বুধবার, ফেব্রুয়ারী ১, ২০২৩
সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে, গত ২২ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের প্রক্টর পদে দায়িত্বের মেয়াদ শেষ হয়। পরে ২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উপাচার্য পুনরায় তাকে দ্বিতীয় মেয়াদে প্রক্টর হিসেবে নিয়োগ দেন। এখন তার স্থলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে ২৯ জানুয়ারি থেকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমি আজ সকালে চিঠি পেয়েছি। উপাচার্য স্যার আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতায় দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করবো।’
এর আগে তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে চীন, তুরস্ক, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতার মাধ্যমে বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে সুগম করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে নতুন মেয়াদে ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. আক্তারুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের পরিচালক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল, টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ বিকুল এবং আইন প্রশাসক হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মো. আনিচুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও পরিবহন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. মো. শামসুল আলমকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
এমআই