বুধবার, ফেব্রুয়ারী ১, ২০২৩
আবদুল্লাহ আল অনীক, বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ৪ টি কাঁচা রাস্তা পৃথক পৃথক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ওই পাকাকরণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি।
উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গোরস্থান হতে স্যানালপাড়া হাশেমের বাড়ী পর্যন্ত ৬০০ মিটার রাস্তা ৪৯ লক্ষ ৩৬ হাজার ৬২২ টাকা ব্যয়ে কাজটি করবেন নাটোর সিংড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিন ইসলাম ট্রেডার্স। ফাগুয়াড়দিয়াড় ঈদগাহ হতে কামার পাড়া নওপাড়া এক টাকার মোড় ৮০০ মিটার রাস্তা ৬২ লক্ষ ৬৯ হজার ২১৬ টাকা এবং নামোহাটদৌল মোড় হতে হাটদৌল কালাম মেম্বর এর বাড়ী পর্যন্ত ১৪৩০ মিটার রাস্তা ১ কোটি ১৭ লক্ষ ১৬ হাজার ৯২৯ টাকা ব্যয়ে দুটি কাজের কার্যাদেশ পেয়েছেন বাগাতিপাড়ার জুথি বিল্ডার্স এবং নওপাড়া শাহাজানের বাড়ী হতে সাইলকোনা কদমতলা পর্যন্ত ৮০০ মিটার রাস্তা ৬৬ লক্ষ ৫৪ হাজার ১৩১ টাকা ব্যায়ে কার্যাদেশ পেয়েছেন মেসার্স একেব্রিক্স।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বকুল বলেন, পাকাকরণ কাজ শেষ হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু , বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ফাগুয়াড়দিয়াড় ইউপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ।
এমআই
বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ৪ টি কাঁচা রাস্তা পৃথক পৃথক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ওই পাকাকরণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি।
উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গোরস্থান হতে স্যানালপাড়া হাশেমের বাড়ী পর্যন্ত ৬০০ মিটার রাস্তা ৪৯ লক্ষ ৩৬ হাজার ৬২২ টাকা ব্যয়ে কাজটি করবেন নাটোর সিংড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিন ইসলাম ট্রেডার্স। ফাগুয়াড়দিয়াড় ঈদগাহ হতে কামার পাড়া নওপাড়া এক টাকার মোড় ৮০০ মিটার রাস্তা ৬২ লক্ষ ৬৯ হজার ২১৬ টাকা এবং নামোহাটদৌল মোড় হতে হাটদৌল কালাম মেম্বর এর বাড়ী পর্যন্ত ১৪৩০ মিটার রাস্তা ১ কোটি ১৭ লক্ষ ১৬ হাজার ৯২৯ টাকা ব্যয়ে দুটি কাজের কার্যাদেশ পেয়েছেন বাগাতিপাড়ার জুথি বিল্ডার্স এবং নওপাড়া শাহাজানের বাড়ী হতে সাইলকোনা কদমতলা পর্যন্ত ৮০০ মিটার রাস্তা ৬৬ লক্ষ ৫৪ হাজার ১৩১ টাকা ব্যায়ে কার্যাদেশ পেয়েছেন মেসার্স একেব্রিক্স।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বকুল বলেন, পাকাকরণ কাজ শেষ হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু , বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ফাগুয়াড়দিয়াড় ইউপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম প্রমুখ।
এমআই