এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠানে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলেই প্রথম আইন করে নারীদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রনয়ন করে।জাতীয় সংসদে স্পিকার পদে একজন নারীকে নির্বাচিত করে সম্মানিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চকরণ ইউনিয়নের ঐতিয্যবাহী পাঁচগাও এমএম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন আরও বলেন, এ সরকারের দৃশ্যমান উন্নয়নের ক্ষেত্রে নারীদের মর্যাদায় বিধবা ভাতা, বষয়স্ক ভাতা, মাতৃত্ব কালিন ভাতা নারী শিক্ষা নিশ্চিত করাসহ অসংখ্য দৃষ্টান্ত রেখেছেন বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা। আজকের প্রজন্মের এ ছাত্ররা আগামি দেশ গড়ার কারিগর একজন সৈনিক।
পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, পুটিখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, প্রধান শিক্ষক মো. সেলিম। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেষ্ট এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শিক্ষার্থী অভিভাবকরা ও শিক্ষকরা।
এর পরে প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন পঞ্চকরনের পাঁচগাও বাজার হতে খারইখালী শাজাহান ইঞ্জিনিয়ারের বাড়ী অভিমুখি সাড়ে ৩ কিলোমিটার এইচবিবি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর