মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট'স এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
নেত্রকোনা স্টুডেন্ট'স এসোসিয়েশনের সভাপতি সাআদ ইবনে সাঈদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজীব সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, আইসিটি বিভাগের প্রভাষক আলিমুল রাজী, বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (আলম), কুমিল্লা জজকোর্টের এডভোকেট মাহমুদা খানম (শিল্পী), বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ১৫ তম আবর্তনের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং ৯ম ও ১০ম আবর্তনের শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সম্মাননা জানানো হয়।
সময় জার্নাল/এলআর