আব্দুল কাইয়ুম, সাভার:
সাভারের আশুলিয়ায় আইন ভেঙ্গে আবাদি কৃষি জমি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৮ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাতে এই কারাদণ্ড দেয় আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আনোয়ার হোসেন। এরআগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলো- আশুলিয়ার শিমুলিয়া রনস্থল গ্রামের ফেদু বেপারীর ছেলে মো. রসুল উদ্দিন (৪৭), গাজীপুরের কালিয়াকৈরের পাকুরাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. রাজিব (২২), একই থানার ডোবাইল গ্রামের মো. বছুর উদ্দিন ছেলে মো. সাইফুল ইসলাম (২০) , একই থানার গোসতরা গ্রামে মো. মকবুল হোসেনের ছেলে মো. মোসলেম (৪২), ধামরাইয়ের বারাড়িয়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (১৯),একই গ্রামের আব্দুল মালেলেরকর ছেলে মো. জুলহাস হোসেন (২৬) ধামরাইয়ের ফইসকা গ্রামের মানিক ময়িার ছেলে মো. শিপুল হোসেন (১৮), ফেনী জেলার সোনাগাছি থানার দক্ষিণ চরদরবেশ গ্রামের নরুল ইসলামের ছেলে মো. আকবর হোসেন (২০)।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, মাটির চুরি অভিযোগে শিমুলিয়া অভিযানে হাতে নাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে যাছাই-বাছাই করে ৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এই চক্রটি মাটি চোর। তারা দীর্ঘদিন ধরে আইন ভেঙ্গে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। অনেক সময় জমির মালিকও মাটি বিক্রি করে। আবার চক্রটি জোর করেও মাটি কেটে বিক্রি করে আসছিল। আবাদি কৃষি জমির মাটি কেটে এভাবে ইটভাটায় বিক্রি করা আইনের লঙ্ঘন।
তিনি আরো বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন ২০১৩ এ ১৫ ধারা মোতাবেক তাদের এই সাজা দেয়া হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে সাজাপ্রাপ্ত আসামীদের আশুলিয়া থানার সহযোগিতায় জেল হাজতে পাঠানো হয়।
এমআই