শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জন দুর্ভোগ: ফরিদপুরে নির্মাণের ১৪ বছরেও সংস্কার হয়নি ড্রেনটি

শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩
জন দুর্ভোগ: ফরিদপুরে নির্মাণের ১৪ বছরেও সংস্কার হয়নি ড্রেনটি

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:    

ফরিদপুরে জেলা পরিষদের বাসভবন সংলগ্ন থেকে এতিমখানার শেষ পর্যন্ত ড্রেনটি প্রায় ১৪ বছর পূর্বে সড়ক ও জনপদ বিভাগ ড্রেনটি সংস্কার এবং নির্মাণ করেন । এই নির্মাণ কাজের সাথে অন্যান্য রাস্তা ও ছিল । রাস্তাগুলো ছিল রাজবাড়ী রাস্তার মোড় থেকে সিএন্ডবি ঘাটপর্যন্ত এবং ভাঙ্গা রাস্তার মোড় থেকে নদীগবেষণা পর্যন্ত । রাস্তার দুই পাশেই সড়ক ও জনপদ বিভাগ পানি নিষ্কাশনের জন্য দুই পাশে ড্রেন নির্মাণ করে । উক্ত এলাকাগুলো পৌরসভারঅন্তর্ভুক্ত হওয়ায় এর দেখভালের দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের ।

সরেজমিনে গেলে এলাকাবাসীর অভিযোগ,  পৌরসভার অন্যান্য ড্রেনগুলো পয়-পরিষ্কার করলে ও শহরের প্রাণকেন্দ্র টেপাখোলা লেকপাড় ও জেলা পরিষদের সচিবের বাসভবনথেকে শুরু করে ফরিদপুর এতিমখানার শেষ পর্যন্ত  ড্রেনটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারও পরিষ্কার করা হয়নি । এছাড়াও রাস্তায় চলাচল করার সময় দুঃগন্ধ ও ড্রেনের স্লাপ ভাঙ্গা থাকায়চলাচলে বিঘ্ন ঘটছে , যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে ও অভিযোগ করেছেন এলাকায় বসবাসকারী বাসিন্দারা। 

 
 এ বিষয়ে  এলাকার কমিশনার আশরাফ মন্ডল জানান , ড্রেনের সংস্কারও পরিষ্কারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ।     

উল্লেখ্য , জেলা পরিষদের সচিবের বাসা ও পরিষদের কোয়ার্টারে থাকে জেলা পরিষদেরকর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল