সময় জার্নাল ডেস্ক : ঢাকা মেডিকেলের তিন চিকিৎসকের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
করোনা মহামারির কবলে পড়ে মানুষ বিপন্ন। চারিদিকে শুধু মৃত্যুর বিভিষিকা। সকালে উঠে কার যে মৃত্যু সংবাদ শুনতে হয় সেই শঙ্কায় মানুষ অস্থির। করোনায় আক্রান্ত হয়ে কেবলমাত্র রোগীই নয় প্রাণ হারিয়েছেন অনেক ডাক্তার ও নার্স।
এমতাবস্থায় দেশের হাসপাতাল গুলোতে বিরাজ করছে আতঙ্ক। সেই আতঙ্কপুরিতে প্রাণ ফেরাতে ভারতের কেরালার একটি হাসপাতালে একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচ-গান করে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছেন। তাদের সেই ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে।
এরই অনুকরণে সকলের মানষিক অসাড়তা কমাতে হাসপাতালে এমন নাচগান করে ইতিবাচক সাড়া ফেলেছেন ঢাকা মেডিকেলের তিন জন ডাক্তার।
একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরে জানা গেছে, ঢাকা মেডিকেলের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সহ সভাপতি ডা. শ্বাসত চন্দন আনিকা ও কৃপা বিশ্বাস ডিউটির ফাঁকে হাসপাতালে নাচ করে অন্যদের মানসিক সাহস যুগিয়েছেন।
এ ব্যাপারে ডা. শ্বাসত চন্দন বলেছেন, করোনার প্রতিক্রিয়ায় মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে যায়। তাই আমরা চেষ্টা করেছি এই নাচের মাধ্যমে যেন আমাদের ডাক্তার সমাজ অনুপ্রানিত ও উৎফুল্ল হয়।
মহামারিতে বিপর্যস্ত হাসপাতাল গুলোতে এমন উদ্যোগ করোনা রোগী ও চিকিৎসকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।
সময় জার্নাল/আরইউ