বুধবার, ফেব্রুয়ারী ৮, ২০২৩
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতারণার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোঃ হাছান সালাম(৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রামের আব্দুস সালামের পুত্র। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, ওয়ারেন্ট ও সাজা তামিলের অংশ হিসেবে মঙ্গলবার রাতে এসআই আলী আশরাফ জুয়েলের নেতৃত্বে এএসআই এমরান ভূঁইয়া ও কনস্টেবল শাহিনসহ সঙ্গীয় ফোর্স আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা র্যাব-৩ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে হাসান সালামকে গ্রেফতার করে।
তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানা ও আদালতে চেক প্রতারণাসহ কয়েকটি মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশরাফ জুয়েল বলেন, ‘রাজধানীর তেজগাঁও থেকে যাবজ্জীবন সাজাসহ আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হাসান সালাম নামে এক আসামীকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।
সময় জার্নাল/এলআর