সময় জার্নাল ডেস্ক:
ড. এ. এস. এ. ফেরদৌস আলম, এনবিইআর বাংলাদেশের সিনিয়র আন্তর্জাতিক গবেষণা ফেলো এর সম্মানে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য তিনি ইউনিভার্সিটি উত্তরা মালেশিয়ার আইন, সরকার ও ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি ও গবেষক হিসাবে নিয়োজিত আছেন।
এনবিইআর (ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিকস রিসার্চ) বাংলাদেশের, ভূ-রাজনৈতিক গুরুত্বের উপরে বিশেষ গবেষণা পরিচালনা করছে।
এনবিইআরের সম্মানিত চেয়ারম্যান এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সৈয়দ আহসানুল আলমের নেতৃত্বে একটি গবেষণা দল ইউএস - ইন্দো-প্যাসিফিক স্টাডিজ-এর উপর নিবিড় গবেষণা চালাচ্ছেন।
উল্লেখ্য, ড. এ. এস. এ. ফেরদৌস আলমের তত্ত্বাবধানে দেশ বিদেশের ডজন খানিক গবেষক এমফিল এবং পিএইচডি করেছেন। ড. এ. এস. এ. ফেরদৌস আলমের গবেষণা কার্যক্রম এনবিইআরের গবেষণার আওয়তা আরো বৃদ্ধি করবেন।
সময় জার্নাল/এলআর