তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজস্থ ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর কলেজস্থ ঝিনাইদহ জেলা ছাত্ৰকল্যাণ পরিষদ’ (ঝিনুক) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খুরশিদ সাকলাইন কাব্যকে এবং সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. আবু বক্কর সিদ্দিক মুন্নাকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সমিতির উপদেষ্টা মো. শামীম হোসেন ও মো. জুয়েল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সহসভাপতি হয়েছেন মামুন সোহাগ, আল-মামুন, ফারহান তরফদার, ইকবাল মীর, শিশির আহম্মেদ ও মহাইমিনুল খান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এনামুল হোসেন, কৌশিক আহম্মেদ, সজল রহমান, এস ইমাম লিপু ও রিফাত বিন সিদ্দিককে নির্বাচিত করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে মো. শিহাব শারার দিয়াজ আহম্মেদ আকাশ, রিমন আহম্মেদ, আবু জাফর ও আবু জোবায়ের আল নোমানকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও দফতর সম্পাদক পদে মো. মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়েছে।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক মুন্না বলেন, আমি কালীগঞ্জের সন্তান। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর প্রতি। আমার ওপর অর্পিত দায়িত্ব সৎ এবং নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ব্যবস্থার আওতায় নিয়ে এসে শিক্ষা-কার্যক্রম নির্বিঘ্ন রাখব।
এমআই