স্পোর্টস প্রতিবেদক:
মাঠে সবাই অধিনায়ক শামসুন্নাহারকে খুঁজছে। কেউ ছবি তুলতে চাইছেন, আবার কেউ সাক্ষাৎকারের জন্য ছুটছেন। সবার আবদারই রক্ষা করার প্রাণান্ত চেষ্টা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়কের।
৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা, টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এবং দল অপরাজিত চ্যাম্পিয়ন। এত অর্জন হলেও দলের শিরোপাটাই তার কাছে আসল, ‘প্রথমত আমি দলের জন্য খেলেছি। আমি চেয়েছি যাতে আমার দল জেতে। আমি সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছি।’
নিজের ক্যারিয়ারের অসাধারণ মুহূর্ত হলেও শামসুন্নাহার এটিকে দ্বিতীয় স্থানে রাখছেন,‘ এটা দ্বিতীয় সেরা, সাফ জয় এখনো প্রথম। অধিনায়ক হিসেবে এটাই সেরা। তবে যেহেতু ওই দলেও খেলেছি, আর সিনিয়র দলের কোনো শিরোপা ছিল না, তাই ওটা সবার আগে থাকবে।’
এই সাফ জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল বলে মনে করেন অধিনায়ক, ‘আমরা একসঙ্গে অনুশীলন করেছি, তিনটা টুর্নামেন্টও খেলেছি। দেশের মাটিতে খেলা, সবাই অনেক আশা করেছিল যেন ট্রফিটা এবার আমরা নিজেদের কাছে রাখতে পারি। অনেকেই বলেছিল আমরা পারব না। অবশ্যই আমরা পারব, এই জেদ নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। সবার দোয়ায় আমরা এই ট্রফি পেয়েছি। অনেক ভালো লাগছে।’
অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের মাঠে এবং ড্রেসিংরুমে সামলোনার গল্পটা বললেন এভাবে, ‘আমি মাঠে নেমে একটা কথাই বলেছি, আমরা আজকে জেতার জন্য মাঠে নামছি, জেতার কান্না কাঁদতে চাই আমরা, হারার না। যেহেতু আমরা দুইটা টুর্নামেন্ট জিততে পারি নাই, তাই জেতার কান্না কাঁদতে চাই।’
ফাইনালে জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল বাংলাদেশ দল, ‘আমরা শুধু একটা জিনিসই বলেছি, মাঠে নামব জেতার জন্য। আর যেহেতু তিনটা ম্যাচ আমরা ভালোভাবেই পার করেছি তাই আমরা ফাইনালে আমাদের সর্বোচ্চটা দিতে চেয়েছি। দেশের মানুষের সম্মান রক্ষা করতে চেয়েছি। আমার দলকে এগিয়ে নেওয়ার জন্যই সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার মনে হয় আমি পেরেছি।’
এমআই