শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নাটোরে বিএনপির পদযাত্রা, আ'লীগের শান্তি সমাবেশ, হামলার অভিযোগ

শনিবার, ফেব্রুয়ারী ১১, ২০২৩
নাটোরে বিএনপির পদযাত্রা, আ'লীগের শান্তি সমাবেশ, হামলার অভিযোগ

ইসাহাক আলী,নাটোর:

নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে কেন্দ্র ঘোষিত বিএনপির পদযাত্রা মঞ্চ দখল ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিএনপি। এছাড়া নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের বাড়ি ভাংচুর করারও অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। অপরদিকে বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে শান্তি সমাবেশ করার অভিযোগও উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এদিকে নাটোর পৌরসভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শান্তি সমাবেশসহ বিভিন্ন স্থানে সমাবেশ শো-ডাউন করেছে আওয়ামীলীগ।

শনিবার সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে পদযাত্রা শেষে ফেরার আগেই পদযাত্রা মঞ্চ দখল করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। অন্যদিকে দুপুর ১২টার
দিকে নাটোরের নলডাঙ্গার মাধনগর, সিংড়া উপজেলার ইতালী, কলম , চৌগ্রাম , রামানন্দ খাজুরা ইউনিয়নের এলাকায় বিএনপির পদযাত্রায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোরও অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া গুরুদাসপুর উপজেলার খুবজিপুর, ধারাবারিষা ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে ।

অপরদিকে বিএনপির নাশকতা প্রতিরোধে নাটোর শহরসহ প্রতিটি ইউনিয়নে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শহরে মোটর শোডাউন বের করেন ছাত্রলীগের কর্মীরা। দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ করেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা। ওই সমাবেশে এমপি শিমুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাটোর শহর বা অন্য কোনো ইউনিয়নে বিএনপির একটা নেতা-কর্মীকেও ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তাঁদের নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে থাকবে। এসব সমাবেশ থেকে বিএনপিকে রাজপথে নামতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

অন্যদিকে, দুপুর ১২টায় শহরের স্টেশন এলাকায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ স¤পাদক মাইনুল ইসলাম রিমনের ওপর হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার আগেই বিএনপির নেতাকর্মীরা নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট এলাকায় সমবেত হন। সকাল ১০টার দিকে স্থানীয় নেতারা পদযাত্রা শুরু করা আগেই সেখানে বক্তব্য দিতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শহিদুল ইসলাম ও পৌর বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমান খান চৌধুরী সেখানে বক্তব্য দেন। পরে তারা ব্যানার নিয়ে বিএনপির নেতাকর্মীরা
ছাতনী উচ্চ বিদ্যালয়ে পৌঁছানোর আগেই পেছনের রাস্তা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে নেন। এর পর সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শুরু করেন। এতে বক্তারা
বিএনপি-জামায়াতের মিথ্যা প্রচারণায় বিশ্বাস না করার আহŸান জানান। তাঁরা শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠনের অঙ্গীকার করেন।

ছাতনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান জানান, আওয়ামী লীগ ছাতনী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শান্তি সমাবেশ শুরু করে। তাই সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বটতলা মোড়ে বিএনপি কর্মসূচি দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্ধারিত স্থান থেকে উঠে এসে তাঁদের মঞ্চ দখল করে সমাবেশ করে। বিশৃঙ্খলা এড়াতে বিএনপির নেতা-কর্মীরা কাউকে বাধা দেননি। তবে বিএনপির পদযাত্রা বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হাবুর মোড়, পন্ডিতগ্রাম ও বারঘরিয়া মোড়ে অবস্থান নিয়েছিল বলে দাবি করেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম এলাকায় বিএনপি পদযাত্রায় আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এছাড়া
চৌগ্রাম ও ইটালী ইউনিয়নেও হামলার অভিযোগ উঠেছে। এসময় আহত অবস্থায় রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব চয়েন উদ্দিন ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এছাড়া চৌগ্রাম ইউনিয়নে রাকিব হোসেন, ইটালী ইউনিয়নে হুজুর আলী, বেলাল হোসেন, বাচ্চু আহমেদ, ইউসুফসহ ৭জন বিএনপি নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামি লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। বিএনপি নেতাকর্মীদের উপর কোনো হামলা করা হয়নি। তারা শুধু শুধু হাসপাতালে ভর্তি হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, নলডাঙ্গা উপজেলার পিপরুল, মাধবনগর, সিংড়ার কলম,চৌগ্রাম হাতিয়ান্দহ, চৌগ্রাম ইউনিয়ন, গুরুদাসপুরের মশিন্দা ও বিয়াঘাট ইউনিয়নে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, সকালে মাধনগর রেলস্টেশন এলাকায় কর্মসূচী পালনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে সেখানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আওয়ামীলীগের
নেতাকর্মীরা। এ সময় তাকে লাঞ্চিত করা সহ নেতাকর্মিদের মারপিট করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, দুই দলের পাল্টাপাল্টি সমাবেশে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর, পাবনা , সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় ইউনিয়ন বিএনপি’র পদযাত্রায় হামলার ঘটনার তীব্র ন্নিদা ও প্রতিবাদ জানিয়েছে । সংবাদপত্রে পাঠাানো এক বিবৃতি তিনি বলেন ,সারাদেশের গ্রাম পর্যায় পর্যন্ত সরকার শ্বেত সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে । বি এনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন
করার মাধ্যমে তারা আবারো একতরফা নির্বাচনের কুটকৌশল করছে । যা কখনো বাস্তবায়ন হবেনা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল