মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় শ্রমিক লীগ নেতার নামে মামলা

রোববার, ফেব্রুয়ারী ১২, ২০২৩
মোরেলগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় শ্রমিক লীগ নেতার নামে মামলা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কিশোরীর মা তাছলিমা বেগম বাদি হয়ে মামলাটি করেছেন। এ মামলার একমাত্র আসামি জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. বাচ্চু মৃধা(৪৫) বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ বাচ্চু মৃধাকে গ্রেফতার করতে পারেনি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ৮ম শ্রণির এক কিশোরী ছাত্রীকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। মেয়েটিকে শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির ডান হাটুর নীচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটা আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাটুর নীচে, হাতের আঙ্গুলগুলোয় বেশ কয়েকটি সেলাই লেগেছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। 

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মামলার আসামি বাচ্চু মৃধাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

/আইপি


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল