এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে একটি রাস্তার উপরে পড়েছিল মো. মিন্টু (২০) নামে এক যুবকের মরদেহ।
জানা যায়, নিহত মিন্টু ফরিদপুরের সালথা উপজেলার সাধুহাটি এলাকার আয়ুব শেখের ছেলে। ।
পরে ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ রবিবার (১২ ফেব্রুয়ারী) ভোরে ফরিদপুর সদরের ডোমরাকান্দী নামক এলাকার একটি রাস্তার উপর থেকে ওই মরদেহটি উদ্ধার করে।
নিহতের মাথায় ধারালো অস্ত্রের মতো আঘাত রয়েছে বলে জানান স্থানীয়রা।
পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি রাস্তার উপরে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কোনো একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। মরদেহের একটু পাশেই তার মানিব্যাগ পাওয়া যায়। তবে, এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, ওই ছেলেটার সাথে মধুখালী উপজেলার এক গৃহবধূর সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ওই গৃহবধূর স্বামীর সাথে বেশকিছুদিন আগে ডিভোর্স হয় ওই নারীর।
এ ব্যাপারে মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জব্বার জানান, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি রাস্তার উপরে পড়ে থাকতে দেখি। তবে, যেভাবে পড়েছিল তাতে মনে হয়েছে সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। তবে, ধারণা করা হচ্ছে কোনো একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেওয়ায় সে ঘটনাস্থলে মারা যান। নিহতের মাথায় আঘাত রয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এমআই